আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে নগরীতে খেলাফত মজলিসের মিছিল ও মানববন্ধন

খেলাফত মজলিস

খেলাফত মজলিস

 

নিজস্ব প্রতিবেদক:
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি এবিএম সিরাজুল মামুন বলেছেন সারাবিশ্বে মুসলমানদের উপর নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে। মুসলমানদেরকে বিশ্বের জমীন থেকে মুছে ফেলার জন্য মার্কিনী ও ইসরাইলরা আজ আধাজল খেয়ে লেগেছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতী ফিলিস্তিনের পবিত্র ভুমি জেরুজালেমে বর্বোরোচিত হামলার দ্বারা কতজন মুসলমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার মুসলমানকে আহত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্তরে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরী শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল পূর্ব মানববন্ধনে উপরোক্ত কথাগুলো বলেন জেলা সভাপতি।
নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ডাঃ এস এম মোসাদ্দেক এর সভাপতিত্বে প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী মাওলানা আহম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক হাফেজ কবির হোসেন, মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আলম, ফতুল্লা থানা শাখার সভাপতি মুফতি আব্দুল গণি, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মাওলানা ওয়াদুদ, ইসলামী ছাত্র মজলিস মহানগরী সভাপতি শাব্বির আহম্মেদ সহ আরও বক্তব্য রাখেন মুফতী আবুল কাশেম, নাইম ইসলাম, হাফেজ আওলাদ হোসেন ও কামরুল হাসান পায়েল প্রমুখ। বক্তারা আরও বলেন আমরা নির্মম হত্যাকান্ড ও হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবলিম্বে ফিলিস্তিনে এই হত্যাযজ্ঞ বন্ধ করা না হলে সারাবিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ করে আন্দোলনের মাধ্যমে উপযুক্ত জবাব দেওয়া হবে। সেই সাথে বাংলাদেশ সরকারের কাছে জোর দাবী জানিয়ে বলেন অবিলম্বে এই ব্যাপারে সংসদে নিন্দা প্রস্তাব আনতে হবে।