নবকুমার
ফুটবলের হারানো গৌরব ফেরাতে সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও মাঠ পর্যায়ের আমলারা কাজ করে যাচ্ছেন। ধর্মীয় কুংস্কারকে বিসর্জন দিয়ে এবার ফুটবল খেলেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। আজ বৃহষ্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে মুড়াপাড়া কলেজ মাঠে গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বল পায়ে মাঠে ছিলেন। জানা গেছে খেলোয়াড়দের মনোবল বাড়াতে তিনি বলে কয়েকটি লাথি মেরেছেন। তবে সে খেলা বেশিক্ষণ স্থায়ী নয়। এসময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া ,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল সহ অনেকে। তারা সবাই মমতাজ বেগমের খেলা দেখে আনন্দে মেতে ছিলেন।
উল্লেখ্য, রূপগঞ্জে অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন মমতাজ বেগম।