নবকুমার :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রূপগঞ্জে ক্লান্তহীনভাবে ভোটাদের দ্বারে দ্বারে গিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
শনিবার ১৩ অক্টোবর বিকেলে তারাব পৌরসভার ৯ নং ওয়ার্ডে ভোটারদের মাঝে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি নৌকার পক্ষে গণসংযোগে করেন তিনি। গণসংযোগে হাজার হাজার মানুষের ঢল নামে। ছাত্রলীগ যুবলীগ মহিলা লীগের নেতাকর্মীরা নানা ধরণের শ্লোগানে মুখোরিত করে তোলে।
তিনি স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা করেছেন। গোলাম দস্তগীর গাজী মত বিনিময় সভায় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
বিএনপিকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেন, খুনিদের জোটে ফাটল ধরছে। জোট করতে হলে নীতি আদর্শ থাকতে হয়। বিএনপির নীতি আদর্শ নেই। দেশের মানুষ বুঝতে পারছে বিএনপি একটি সন্ত্রাসী দল। ড. কামান হোসেন বি.চৌধুরীরা সন্ত্রাসীদের সাথে জোট করবে না। কোন খুনিদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই।
তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগণ যে দলকে ভোট দেবে সেই দল সরকার গঠন করবে। বাংলার মানুষ গ্রেনেড হামলা কারীদের বর্জন করবে।
বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে গোলাম দস্তগীর গাজী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মানবিক রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে। মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু দৃশ্যমান হচ্ছে। বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জ বাসির উদ্দেশ্যে বলেন, গোলাকান্দাইল ফ্লাইওভার বাংলাদেশের মডেল ফ্লাইওভার। আপনাদের গ্যাস দিয়েছি। স্কুল কলেজের নতুন ভবন নির্মান করে দিয়েছি। রাস্তাঘাট পাকা হয়েছে।
দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহসভাপতি শেখ সাইফুল ইসলা, প্রচার সম্পাদক মানজারী আলম টুটুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা যুব লীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারন সম্পাদক নাঈম ভুঁইয়া, উপজেলা মহিলা লীগের সাধারন সম্পাদক শিলা রানী পাল, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, তারাব পৌর যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, কাউন্সিলর বিএম আতিকুর রহমান, রফিকুল ইসলাম মনির ,নজরুল ইসলাম মফিজ, তারাব পৌর যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মোল্লা প্রমুখ।