আজ বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খালেদা জিয়া জেলে থাকলেও আ.লীগ ভয় পায়

খালেদা জিয়া জেলে

খালেদা জিয়া জেলে থাকলেও আ.লীগ ভয় পায়খালেদা জিয়া জেলে

সংবাদচর্চা ডটকম:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন,  ‘খালেদা জিয়াকে জেলে রেখেও ভরসা পায় না সরকার। তাই বিএনপিকে শান্তিপূর্ণ কোনো কর্মসূচি পালন করতে দিচ্ছে না। কারণ, খালেদা জিয়া ছাড়া যদি বিএনপির জনসভায় আওয়ামী লীগের চেয়ে বেশি লোক হয়, তাহলে তো জনগণ তাদের লজ্জা দেবে।’

নজরুল ইসলাম খান বলেন, ‘অথচ আওয়ামী লীগ ও তাদের প্রিয়ভাজনরা ঠিকই সোহরাওয়ার্দী উদ্যান ও রাস্তা বন্ধ করে যেখানে ইচ্ছা সভা-সমাবেশ করতে পারবে। আমরা সভা-সমাবেশ করতে চাইলে বলবে গোয়েন্দা তথ্য আপনাদের বিরুদ্ধে।’

শান্তিপূর্ণ আন্দোলন আওয়ামী লীগের পছন্দ নয় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘তারা চায় বিএনপি সংঘাতের রাজনীতি করবে আর তারা সুযোগ নিয়ে আমাদের নেতাকর্মীদের নির্যাতন করবে। কিন্তু আমরা সরকারের ফাঁদে পা দেয়নি। সে জন্য উসকানি দিচ্ছে সরকার।’

বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, ‘এক-এগারোর সময় বিএনপি ও ২০ দল ভাঙার চেষ্টা হয়েছে। খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পর মনে করেছিল, বিএনপি ও জোট ভেঙে যাবে। ৫ জানুয়ারির আগে অনেককে লোভ দেখিয়ে ভোটে নেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো ষড়যন্ত্র সফল হয়নি। বিএনপি ও ২০ দল ভাঙা যাবে না।’

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ঘুরে দাঁড়াও বাংলাদেশ’ আয়োজিত বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বিএনপি নেতা এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি কাদের সিদ্দিকীর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ।

সর্বশেষ সংবাদ