আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খালেদার মুক্তি দাবিতে না.গঞ্জ বিএনপির মানববন্ধন

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে পূর্ব ঘোষিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি মানববন্ধন করেছে ।

২৫ সেপ্টেম্বর বুধবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জে জেলা ও মহানগর বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করে। মানবন্ধনে এসে বাধার মুখে পড়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। পরে শ্রমিক দলের নেতাকর্মী সহ অ্যাডভোকেট তৈমূরকে বাধার মুখে পড়ে ফিরে যেতে হয়।

অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, যে কোনো বিষয়ে কথা বলা এটা আমাদের সাংবিধানিক অধিকার, আইনগত অধিকার। পুলিশ আমাদের সেই আইনগত অধিকার কেড়ে নিয়েছে। বাংলাদেশের যত অন্যায় অবিচার হচ্ছে সব পুলিশের ছত্রছায়ায় হচ্ছে। আজকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারছি না। বললেই আমাদের ব্যানার কেড়ে নেয়া হয়। এজন্য আমাদের যে জনমত সৃষ্টি হচ্ছে, সেই জনমতের অন্যায় অবিচারের পতন হবে।

তিনি আরও বলেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা দিয়েছে। আমরা আসছিলাম ক্যাসিনোর বিরুদ্ধে কথা বলার জন্য, দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য। আসছিলাম বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য। কিন্তু সেই মুক্তির জন্য শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির  সহ সভাপতি সাখাওয়াত হোসেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের আহবায়ক আসলাম হোসেন, মহানগর শ্রমিক দলের সাবেক সভাপতি ফারুক হোসেন ও পরিবহন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সহ জেলা ও মহানগর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ