নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জুন) সকালে শহরের শহরের চাষাঢ়াস্থ বালুরমাঠ এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা গুলজার হোসেন, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাহাঙ্গীর আলম রতন, বন্দর থানা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন আহমেদ শিশির প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় নাজিমমুদ্দিন রোডের পরিত্যাক্ত কারাগারে অসুস্থ করে মেরে ফেলার পাঁয়তারা করা হচ্ছে যা দেশের সাধারন মানুষ মেনে নিতে পারছেন না।
বক্তারা আরো বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা না করা হলে বর্তমান এই ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন, মহানগর সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা, যুবদল নেতা স্বপন চৌধুরী, জাহিদ হোসেন, সুমন হাওলাদার, বন্দর থানা তারেক জিয়া পরিষদের সভাপতি ফারুক চৌধুরী, সাধারন সম্পাদক নবু হোসেন, ফয়সাল, অপু প্রমূখ।