বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে মহান মে দিবসে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে র্যালী অনুষ্ঠিত হয়েছে। ১ মে বুধবার সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনে থেকে র্যালী করে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া এসে কর্মসূচির সমাপ্তি করা হয়। র্যালী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিশাল শোডাউন ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করা হয়।
মিছিল শুরুর পূর্বে পথ সভায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আমাদের মা। আজ আমাদের মা জেলে রয়েছেন। এটা কোনভাবেই মেনে নেয়া যায় না।
তিনি বলেন দেশে আইনের শাষন নেই বলে খালেদা জিয়া আজও কারাগারে। সুতরাং আমাদের সকল আন্দোলনের প্রধান লক্ষ্য হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তি। এছাড়া অন্য কোন বিকল্প আমাদের নেই।
সম্পাদক মমতাজউদ্দিন মন্তু বলেন আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করবো ইনশাল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন যুবদলের সহ-সভাপতি আকতার হোসেন খোকন শাহ, জুয়েল প্রধান, জুয়েল রানা, আমির হোসেন, রিটন দে, নাজমুল কবীর নাহিদ,ইউনুছ খান বিপ্লব,জানে আলম দুলাল, আকতার হোসেন সবুজ,সরকার মজিব,আঃরহমান,যুগ্ম সাধারন সম্পাদক আল-আমিন খান, সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রসুর,মাহাবুব হাসান জুলহাস,মোঃনজরুল ইসলাম,পারভেজ খান,শাহাদুল্লাহ মুকুল,শহিদুল ইসলাম,কিবরিয়া হোসেন,কাজী সোহাগ,সোহেল খান বাবু,আকতার জাহিদ,ফয়সাল মাহমুদ, আরমান হোসেন,মন্জু মিয়া,এম এ এম সাগর, মঞ্জুরুল আলম মুসা, মোকতার ভূইয়া, শেখ মোঃ অপু, আক্তার হোসেন অপু, জাহাংগীর আলম,মনিরুজ্জামান পিন্টু,মোস্তাফিজুর রহমান বাহার,আকতার মীর্জা,রানা মুন্সী,মোঃশহীদ,ওসমান গনি,মোঃমুসা,ইমরুল ভূইয়া সহ বিভিন্ন পর্যায়ের কয়েকশত নেতাকর্মী।