আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খালেদার মুক্তির দাবিতে মাঠে নামছে না.গঞ্জ বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মাঠে নামছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।

আগামীকাল শনিবার (৯ ফেব্রুয়ারী) বেগম খালেদা জিয়ার কারাবাসের এক বছর পূতি উপলক্ষে প্রতিবাদ সভা করবে নারায়ণগঞ্জ বিএনপি।

তবে কখন কোথায় কর্মসূচি পালিত হবে এ নিয়ে নিজেদের মাঝে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে একাধিক জেলা বিএনপির নেতা।

কর্মসূচি পালনের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, কেন্দ্র থেকে আমাদের যেভাবে নির্দেশনা দেয়া হবে আমরা সেভাবেই কর্মসূচি পালন করবো।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এটিএম কামাল এ বিষয়ে জানান, দলীয় চেয়ারপার্সনের মুক্তির দাবীতে প্রতিবাদ কর্মসূচি অবশ্যই পালন করবো।

তবে কখন এবং কোথায় এই কর্মসূচি পালন করবো তা আমরা নিজেদের মাঝে বৈঠক করে সিদ্ধান্ত নেবো।

উল্লেখ্য, গত বছরের ৮ ফেব্রুয়ারী জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের সাজা দেয় আদালত আর সেই থেকে এখন পর্যন্ত কারাগারে রয়েছেন সাবেক এই প্রধাণমন্ত্রী।

প্রসঙ্গত, দীর্ঘদিন যাবত কোন রাজনৈতিক কর্মসূচি পালন করছে না নারায়ণগঞ্জ বিএনপি। পুলিশের একের পর এক হামলা মামলায় নাজেহাল নেতাকর্মীরা এখন বিপর্যস্ত অবস্থায় রয়েছে। জাতীয় নিবাচনের এক মাস পার হয়েছে এখন সেই ধাক্কা কাটি উঠতে চেষ্টা করছে নারায়ণগঞ্জ বিএনপি’র নেতাকর্মীরা। তাছাড়া কেন্দ্রের কোন দিক নির্দেশনা না থাকায় গত এক মাস যাবত উদ্দেশ্যহীন অনিশ্চিত পথে চলেছে নারায়ণগঞ্জ বিএনপি’র শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মী সমর্থকরা। ফলে দীর্ঘদিন যাবত দলের জন্য অবিরাম ত্যাগ স্বীকার করে শত হামলা মামলা উপেক্ষা করেও রাজপথে ছিলেন, তাদের মধ্যে সমন্বয়ের অভাব সৃষ্টি হচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে সাংগঠনিক কাঠামো। আর তাই পেছনের সব কিছু ভুলে আবারো নতুন করে দলীয় চেয়ারপার্সনের মুক্তি আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক কর্মসূচি পালন করে এই অনিশ্চিত যাত্রার অবসান চায় এখন সর্বস্তরের তৃণমূল নেতাকর্মীরা, চায় একটি পুনর্জাগরন।