আ’লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে না’গঞ্জে থাকতে পারবেন না- রনি
ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রাম করে নেত্রীকে মুক্ত করে আনতে হবে- রাজিব
নিজের স্বার্থকে বলি দিয়ে দলের স্বার্থের কথা চিন্তা করতে হবে- মামুন মাহমুদ
সংবাদচর্চা রিপোর্ট:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল।
সোমবার (২৭ মে) ফতুল্লার ইসদাইরস্থ বাংলা ভবনে খালেদার মুক্তির দাবীতে হুঙ্কার তোলে নারায়ণগঞ্জ বিএনপি ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে জেলখানায় বন্দি। তিনি তার নিজের জন্য জেলাখানায় বন্দি নন। তিনি দেশের ১৬ কোটি মানুষ ও নেতাকর্মীদের কথা চিন্তা করে আজ জেলহাজতে পরে রয়েছেন। তিনি যদি নিজের চিন্তা করতেন, তাহলে তার জেলখাটতে হয় না, তিনি ইচ্ছে করলেই রাজার হালে থাকতে পারতেন। দেশ-বিদেশে ভ্রমণ করতে পারতেন। তাকে প্যারলে মুক্তি দেয়ার জন্য সরকার বলেছিলেন, কিন্তু আমাদের নেত্রী মুক্তি নেননি।
বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেয়েছিলেন দেশকে আধুনিক রাষ্ট্র হিসেবে মানুষের কাছে উপহার দেয়ার জন্য। তিনি চেয়েছিলেন দুর্নীতি মুক্ত দেশ গড়ার জন্য।
তিনি আরও বলেন, আমি একটি কথায় আশ্বস্ত করতে চাই, আমাদের অনেক দূর যেতে হবে। দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির পক্ষে আমাদের অনেক কাজ বাকি আছে। আমাদের এক সাথে সুসংগঠিত হয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে হবে। ৫টি থানা কমিটির বিষয়ে আমি ইতিমধ্যেই বসেছি। আমি নারায়ণগঞ্জের ওয়ার্ড লেভেল থেকে রাজনীতি করি। বহু কষ্ট করে আজকে দায়িত্ব পেয়েছি। আমি আমার কথা রেখেছি কিন্তু আমার সাথে যারা ছিলেন তারা তাদের কথা রাখেন নি। আমি জানতে চাই, তারা কি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় কিনা? যদি তারা এরকম কিছু করতে চায় তাহলে আমি মশিউর রহমান রনি তাদেরকে নারায়ণগঞ্জে থাকতে দিবো না।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসকুল ইসলাম রাজিব বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের ওপর আগামী দিনে বাংলাদেশের রাজনীতি নির্ভর করছে। আমরা সকলেই মায়ার কান্নার মধ্যে দিয়ে বলি আমাদের মা জেলে। আমাদের মা জেলে নয়, এটা আমরা বিশ্বাস করি না। যদি আমাদের মা খালেদা জিয়া জেলে থাকতো, তাহলে আমরা এভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারতাম না। আমরা মুখে মুখে শুধু বলি আমার মা আমার নেত্রী। কিন্তু বাস্তবে মায়ের জন্য কোন কাজ করি না। আমাদের মায়ের মুক্তির ব্যাপারে আমাদের মধ্যে কোন অস্থিরতা নেই। এই সরকার ভোট ছাড়া ৫ বছর নির্বাচনে থেকেছে, ভোটের আগের রাতে ভোট দিয়ে আরও ৫ বছর ক্ষমতায় থাকতে চাইছে। তিন দিন আগেই ওনারা ভোট শেষ করে ফেলেছে, বলে দিয়েছে ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই। এভাবে চলতে থাকলে নেত্রীর মুক্তি সম্ভব নয়। তাই অচিরেই আমাদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে নেত্রীকে মুক্তি করে আনতে হবে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যপক মামুন মাহমুদ বলেন, আজকে দেড় বছর হয়ে গেলো আমাদের নেত্রী খালেদা জিয়া জেলহাজতে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সেই সাথে জোড় গলায় নেত্রীর মুক্তির দাবী জানাতে হবে । সাংগঠনিক দূর্বলতার কারণে একে ওপরের প্রতি আন্তরিক না থাকার কারণে আমাদের মধ্যে থেকে অনেক কিছু হাত ছাড়া হয়ে যাচ্ছে। নিজের স্বার্থকে বলি দিয়ে দলের স্বার্থের কথা চিন্তা করতে হবে। আর তাহলেই আমরা আমাদের কাঙ্খিত লক্ষে পৌছাতে পারবো।
তবে কষ্ট লাগছে এই কারণে যে জাতীয়তাবাদী ছাত্রদলের সব নেতাকর্মীরা এখানে উপস্থিত নেই। তবে আমরা আশা করি খুব শীঘ্রই সকলকে একত্রে দেখতে পারবো।
মশিউর রহমান রনির সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, এডভোকেট আলমগীর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদ হাসান রোজেল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান শান্ত প্রমুখ।