আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খানপুর ৩শ শয্যা হাসপাতাল : সাড়ে ৮ টায় হাজির হলেই আইসক্রিম !

নিজস্ব প্রতিবেদক: শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সুপার ডা. আব্দুল মোতালিব তাঁর ব্যক্তিগত উদ্যোগে চিকিৎসকদেরকে নতুন চমক দেখালেন। যে সকল চিকিৎসকরা ২৪ অক্টোবর মঙ্গলবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে হাসপাতালে উপস্থিত হয়েছেন তাদের জন্য সকালের নাস্তা বাবদ বক্স আইসক্রীমের ব্যবস্থা করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

চিকিৎসকদের জন্য এ ধরনের অনুপ্রেরনা যোগানোর জন্য হাসপাতালের সুপার ডা: আব্দুল মোতালিবকে ধন্যবাদ জানিয়েছেন হাসপাতালের সকল শ্রেনীর কর্মচারীরা।

ইতোমধ্যে হাসপাতালে যথাসময়ে হাসপাতালে উপস্থিত থেকে অনেক চিকিৎসকই আইসক্রীমের স্বাদ গ্রহণ করেছেন বলে হাসপাতালের সূত্রে জানা যায়। হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগের কারণে পূর্বের তুলনায় সঠিক সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে চিকিৎসকেরা। মঙ্গলবার হাসপাতালের সম্মেলন কক্ষে একটি সেমিনার ছিল।