সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা হাসপাতালে ফয়সাল (১৯) নামের যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রেমের সম্পর্কের জের ধরে প্রেমিকার বাড়ির লোকজন এ মারধর করে ফয়সালকে হত্যা করেছে। ৩১ জুলাই বুধবার রাতে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরীবাড়ি এনায়েতনগর এলাকার নুরুজ্জামানের ছেলে ফয়সাল মূলত এসি ফ্রিজ মিস্ত্রী।
ফয়সালের মা শিউলি বেগম জানান, বুধবার বিকেল ৩টায় বাসা থেকে বের হন ফয়সাল। পরে রাত ৮টায় জানতে পেরেছেন তার ছেলে হাসপাতালে।
ফয়সালের খালাতো ভাই আসিফ জানান, ফয়সালের সঙ্গে শহরের খানপুর ব্রাঞ্চ রোড এলাকার নারীর সঙ্গে প্রেম ছিল। বুধবার বিকেলে সেখানেই আসেন ফয়সাল। পরে সেখানে মারধরের পর ফয়সালের লাশ হাসপাতালে আনা হয়।
৩০০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার সেলিনা আক্তার জানান, ফয়সাল নামের এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার থুতনিতে আঘাতের দাগ রয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক জয়নাল আবেদীন জানান, ফয়সালের মৃত্যুর ঘটনায় ৫জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত্যুর কারণ ময়না তদন্তের আগে স্পষ্ট বলা যাচ্ছে না।