আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খাগকান্দা ইউপি চেয়ারম্যান নুরুর জানাজায় মানুষের ঢল

জানাজায় মানুষের ঢল

জানাজায় মানুষের ঢল

 

নিজস্ব প্রতিবেদক:
আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়ন পরিষদের ২বারের নির্বাচিত চেয়ারম্যান ও আড়াইহাজার উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি শহিদুল ইসলাম নুরু ইন্তেকাল করেছেন।
বুধবার (৬ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে আড়াইহাজার সদরে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……….রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৫ছেলে, ১মেয়ে সহ বহু গণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে খাগকান্দা ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। তিনি কয়েক বছর যাবত ক্যান্সার ও কিডনী রোগে আক্রান্ত ছিলেন।
৭ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার শম্ভুপুরা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ, সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী মিয়া, সদস্য মুজাহিদুর রহমান হেলো সরকার, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভুইয়া, গোপালদী পৌরসভার মেয়র এমএ হালিম সিকদার, আড়াইহাজার পৌরসভার মেয়র হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, আলী হোসেন ভুইয়া, আমানউল্লাহ আমান, মোঃ লাক মিয়া, আবু তালেব মোল্লা, সিরাজুল ইসলাম, নাজিমউদ্দিন মোল্লা, ওয়াদুদ মাহমুদ, সাইফুল ইসলাম স্বপন, সাবেক ভিপি মোজাম্মেল হক জুয়েল, বিএনপি নেতা মতিন ভুইয়াসহ কয়েক হাজার মুসল্লি অংশ নেন।
পরে মরহুমের পারিবারিক কবরস্থনে তাকে দাফন করা হয়।