সংবাদচর্চা রিপোর্ট:
সেলিম ওসামনে ঈদ সামগ্রী পাইনি নিম্ন শ্রেনীর মানুষ এমন অভিযোগ পাওয়া গেছে কয়েকটি ওয়ার্ডে। কাউন্সিলরদের কাছে গবির ও মেহনতি মানুষ বার গিয়ে ফেরত এসছে বলে জানা গেছে। কাউন্সিলরা তাদের লোক মারফত সেলিম ওসমানের ঈদ সামগ্রী বিতরন করছেন বলেও জানা গেছে। এমপির ঈদ সামগ্রী দেয়ার কথা গরিদের কাউন্সিলরা স্থানীয় ভাবে ঈদ সামগ্রী গুলো বিতরণ করলেও নিম্ন শ্রেনীর মানুষরা পায়নি কয়েকটি ওয়ার্ডে।
নাসিকের ১৩,১৪,১৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার গরিব মেহনতি মানুষের সাথে কথা বলে জানা গেছে, বারবার কাউন্সিলদের অফিসে গিয়ে ফিরে এসেছে। এইটাই জবাব পেয়েছি দেয়া শেষ।
১৬ নং ওয়র্ডের পুরাতন জিমখানা বস্তির বাসিন্দরা বলেন, ৩শ পবিারের ২ হাজার ভোটারের অধিক গরিব মানুষ ভোট দিয়েছে ৫ আসনের এমপিকে কিন্তু এমপির মহোদয়ে কাছ থেকে কিছুই পায়নি। এমনকি ঈদ সামগ্রীও পায়নি।
১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এস এম পারভেজ বলেন, ৫০ বছর ধরে আওয়ামীলীগের কর্মী। আমরা জানিনা কবে, কারা, কিভাবে, এমপি মহোদয়ের ঈদ সামগ্রী বিতরন করছে। নি¤œ শ্রেনির মানুষ পাচ্ছে কিনা এই জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে চাই না। তবে যারা দিচ্ছে তারা তাদের লোকজন কে দিচ্ছে।
১৩ নং ওয়ার্ডের বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, যারা পূর্বে পেয়েছে তারা অনেকে পায়নি এবার ঈদ সামগ্রী। অনেক নি¤œ শ্রেনীর মানুষ বঞ্চিত হয়েছে এই ঈদ সামগ্রী থেকে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি বলেন ১৪ নং ওয়ার্ডে শফিউদ্দিন ও ১৩নং ওয়ার্ডে রবিউল। আমি ঈদ সামগ্রী পাইনি তাই গরীবদের দিতেও পারিনি। নি¤œ শ্রেনীর মানুষ পাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি মন্তব্য করতে চাইনা। শুধু একটা কথা বলবো যারা বিতরন করেছে তাদের জ্ঞান অনেক তারা যানেন কি করতে হবে।
১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিউদ্দিন প্রধানের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।
এছাড়া ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল আলম সজলের ফোন বন্ধ পাওয়া যায়। অপরদিকে কাঊন্সিল পদে নির্বাচন করা আওয়ামীলীগ নেতা রবিউলের সাথে যোগাযোগ করা হলে তিনিও ফোন ধরেনি।
উল্লেখ্য, ৩৮ হাজার প্যাকেটের ঈদ সামগ্রী দিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমানের উদ্যোগে আসন্ন ঈদে প্রতিটি অসহায় পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য তিনি এই সহায়তা কার্যক্রম শুরু করেন।