আজ বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

 ক্ষমা করে দিও কবি : নাহার রহমান নুপুর

যদি কখনো বজ্রপাতের শব্দে ঘুম ভেঙ্গে যায়!
ধরে নাও, আমার তো ভীষন মনে পরবে তোমায় ,
হয়তো খুঁজতে ও থাকবো,
ডাকবো ও অশ্রুসিক্ত কন্ঠে
খুব জোড়ে নয় হয়তো খুব আস্তে ও নয় !
তুমি কি সেদিন ও পাশে রবে না ?
সে কি হয় ?

সবাই ই তো প্রিয় হতে চায়
খুব প্রয়োজনে দূরে সরে যায়,
তুমি কি এমনই? তুমি তো এমন নও!

মাঝে মাঝে বড্ড জানতে ইচ্ছে করে
বজ্রপাত হলে তুমি কি অস্থীর চিত্তে
চিন্তা করতে থাকবে আমার জন্যে ?
আমি ভয়ে খুজলাম কি না তোমায়!

কাউকে যদি কখনো কান্না করতে দেখো !
অঝর ধারায় অশ্রু ঝড়াতে দেখো
একটা সময় চোখ মুছে সামাজিকতায়
আবার হারিয়ে যেতে দেখো ,
তবু ও কি একটা বারের জন্যে ও
মনে পড়বেনা আমার কথা?
একটু ও কি চিন্তা হবে না ?
আমার চোখের অশ্রু মুছাতে আসবে না ?
সত্যিই কি আর কখনো ফিরবে না ?

কারো হাতের মৃদু স্পর্শে যদি শীহরিত হও
তবে ? মনে কি তখন ও পরবে না ?
ফিরে আসার ইচ্ছেটা কি
তখন ও জেগে ওঠবে না ?

যদি কখনো কেউ কল করে বলে
দেখো আকাশে তাকিয়ে ,
আজ কি সুন্দর রংধনু উঠেছে!
সেদিন ও পরবে না মনে?
যাক,বাদ দাও সেসব।

যদি কখনো আমার চেয়ে বেশি
কেউ তোমাকে ভালোবাসে ,
মনে রেখো সে নিঃর্সাথ ভালোবাসা নয়
নিজ সার্থে দুনিয়াবি খুশির জন্যে।

একটি বার তার সামনে তুমি
আগের মতো হয়ে য়াওয়ার অভিনয় করো,
বুঝে যাবে সব তুমি ও ।
সেদিন ও কি আফসোস হবে না ?
হলে কি হবে ? সেদিন তো খুব দেড়ি হয়ে যাবে।

হয়তো আমি ও সেদিন লিখবো না
তোমায় নিয়ে আর কোনো কবিতা,
হয়তো আমার কবিতাজুড়ে ও
তুমি আর থাকবে না
থাকবে অন্য কারোর রাজ্যত্ব !

সেদিন হয়তো আমিই তোমায় ভূলে যাবো
হয়তো চলার পথে তোমাকে দেখে ও
না দেখার এক অদ্ভুত অভিনয় করবো,
সেদিনের জন্য আমায় আজই ক্ষমা করে দিও।

না,তুমি ক্ষমা চেয়ো না কখনো!
আমি তোমায় ক্ষমা করতে পারবো না,
তবে হ্যাঁ,কথা দিলাম,চেষ্ঠা চালিয়ে যাবো ।

তুমি কি জানো ?
আমি তোমার জন্য নিজেকে নিয়ে
একটা সময় ভাবতেই ভূলে গিয়েছিলাম,
ভূলে গিয়েছিলাম পৃথিবীর সব!

আজ কিন্তু আমি বড্ড ভালো আছি
আজ আর ভয় হয় না বজ্রপাতের শব্দে
আজ আর কান্না করি না তোমার জন্যে,
আজ নিজেকে নিয়ে ভাবতে শিখে গেছি
হয়তো আর তিন কিংবা চার বছর
তুমি আমার পরিবর্তন নিজেই লক্ষ্য করবে!

আমার তো নেই জানা
কি ভূল ছিল আমার !
জানা কিংবা অজানায় যে ভূলই করেছি
যা কষ্টই দিয়েছি তোমায় ,
সেদিন আর বলা হবে কি না !
তুমি বরং আজই ক্ষমা করে দিও ।
আমার মতো আবার কথা দিও না যেন
চেষ্ঠা করবো !

লেখক: নাহার রহমান নুপুর , ছাত্রী নরসিংদী সরকারি মহিলা কলেজ।

স্পন্সরেড আর্টিকেলঃ