স্পোর্টিস রিপোর্টার। গতকাল থেকে নব নির্মিত সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ দিয়ে ক্রিকেট মওশুমের সূচনা হলো। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে লীগের উদ্বোধনী খেলায় একটিভ ক্রিকেট একাডেমী ৩ উইকেটে এম.এম.এস ক্রিকেট একাডেমীকে হারিয়ে চমক দেখিয়েছে। এম.এম.এস ক্রিকেট একাডেমী হেরেছে বাজে ফিল্ডিং এর দোষে। দলের ফিল্ডাররা সহজ ক্যাচও ধরতে পারেনি। খেলায় খেলোয়াড়দের মনোসংযোগের অভাব ছিল।
সকালে লীগের উদ্বোধন করেন ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক এজেডএম ইসমাইল বাবুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির,সদস্য জাহাঙ্গীর আলম,ফিরোজ মাহমুদ সামা,ডিষ্ট্রিক ক্রিকেট কোচ জিয়াউল হক জিয়া,জলিসুর রহিম প্রমুখ। টস জিতে এম.এম.এস ক্রিকেট একাডেমীর অধিনায়ক আফসার প্রথমে ব্যাট করতে নেমে ৩৬.২ ওভারে ১৩৭ রান তোলে ১০ উইকেটের বিনিময়ে। জবাব দিতে গিয়ে একটিভ ক্রিকেট একাডেমী ৬৮ রানে ৬ উইকেট হারালেও ৮ ও ৯ নম্বরে নামা ব্যাটসম্যান সোহেল+সাকিব দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। সোহেল ২ ছক্কা আর ২ বাউন্ডারিতে অপরাজিত থাকেন ৩৬ রানে। সাকিব করেন ১৫ রান। সোহেল ২টি উইকেটও পেয়েছেন। এর আগে এম.এম.এস ক্রিকেট একাডেমী দু’ওপেনার শাওন ২৬ও রায়হানের ২৫ রান এবং ৯ নম্বরে নামা রাইয়ানের ২৯ রানের বদৌলতে ১৩৭ রান তুলতে সক্ষম হয়। দলের বাকি ব্যাটসম্যানেরা আসা-যাওয়ার মধ্যে থাকায় রানের গতি বাড়েনি।
সংক্ষিপ্ত স্কোরঃ এম.এম.এস ক্রিকেট একাডেমী : ১৩৭/১০(৩৬.২ওভার) রাইয়ান-২৯,শাওন-২৬, রায়হান-২৫,সাগর-১০। অতিরিক্ত-১৬। পলাশ-৩/২৯,মিঠু-২/১৭,সোহেল-২/২৭।
একটিভ ক্রিকেট একাডেমী : ১৪০/৭(৩৬.১ ওভার) সোহেল-৩৬,মিঠু-২২তামিম-২১,সাকিব-১৫। অতিরিক্ত-২১। সাগর-৩/২৮।