আজ রবিবার, ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মাধবদীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর মাধবদীতে ক্রিকেট খেলার বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৮ জন। সোমবার বিকালে মাধবদী থানার কাঠালিয়া ইউনিয়নের ব্রাহ্মন ডৌকাদি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

হাসপাতাল সুত্র জানায়, ব্রাহ্মন ডৌকাদি গ্রামের পাশের জমিতে সোমবার বিকেলে হাবিবুর ক্রিকেট খেলতে গেলে একই গ্রামের দিলদার বাধা দেয়। এনিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় পরিবারের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রেসজ্জে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ৮ জন আহত হয়। আহতদের মধ্যে আব্দুল্লাহ, সুমন ও হাবিবুরকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত দিলদার ও গোলজার মাধবদীর একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ