আজ শনিবার, ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কোরবানির ঈদকে সামনে রেখে গাবতলী পশুর হাটের প্রস্তুতি চলছে

নিজস্ব প্রতিনিধি: ঈদুল আজহার প্রায় মাস খানেক বাকি। ইতোমধ্যে রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে শুরু হয়েছে হাঁট বসানোর প্রস্তুতি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাটের ভেতরের রাস্তা পরিষ্কার, অপ্রয়োজনীয় কাদামাটি অপসারণ করা হচ্ছে। কিছু দিন আগে ঘটে যাওয়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ জায়গাগুলো মেরামত করা হচ্ছে। একই সঙ্গে পাবলিক টয়লেটের আশপাশে মাটি ফেলে তা ব্যবহার উপযোগী করছে কর্তৃপক্ষ।

তবে কাজ নিয়ে তাড়াহুড়া নেই ইজারাদারদের। হাটের পরিসর বড় করার বিষয়ে এখনও নির্দিষ্ট কোনো কার্যক্রম দেখা যায়নি। গাবতলী পশুর হাট পরিচালনা কমিটি বলছে, প্রতি বছরের মতো এবারও সব কাজ রুটিন অনুসারে হবে। এখনও হাট প্রস্তুতির কাজ সেভাবে শুরু হয়নি। আগামী সপ্তাহ থেকে পুরোদমে শুরু হবে।

এ প্রসঙ্গে ইজারাদারের পক্ষে দায়িত্বে থাকা মিজান বলেন, আগামী সপ্তাহ থেকেই হাট বসানোর কাজ পুরোদমে শুরু হবে। হাটে ক্রেতা উপস্থিতিও নেই। ফলে পাইকাররাও গরু ওঠানো শুরু করেননি। তাই প্রস্তুতি নিতে একটু বিলম্ব হচ্ছে। তবে সব কাজ পরিকল্পনা মাফিক হবে। নির্দিষ্ট সময়ের আগেই পশুর হাট প্রস্তুত হবে।

এস কে – সংবাদচর্চা – ০৭/০৮/২০১৭ইং

 

 

স্পন্সরেড আর্টিকেলঃ