আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কোপা কাপে মেসির জুটলো লাল কার্ড

সংবাদচর্চা রিপোর্ট

কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লাল কার্ড পেয়েছেন মেসি। চিলির গ্যারি মেডেলের সঙ্গে ধাক্কাধাক্কির জেরে রেফারি লাল কার্ড দেখালেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে । ব্রাজিলের সঙ্গে হারের পর লাল কার্ড; হতাশায় কোপা মিশন শেষ হলো আর্জেন্টাইন অধিনায়কের।

ম্যাচের ৪১ মিনিটে বাইরের দিকে বেরিয়ে যেতে থাকা একটি বলের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছিলেন দুজনই। এক পর্যায়ে ‘ধাক্কাধাক্কিতে সিদ্ধহস্ত’ মেডেলকে হাত দিয়ে ধাক্কা দেন মেসি। সঙ্গে সঙ্গে তেড়ে আসেন মেডেলও। মেসির বুক ও কপালে বারবার ধাক্কা মারতে থাকেন তিনি। শেষে উভয়কেই লাল কার্ড দিয়ে ড্রেসিং রুমের পথ ধরিয়ে দেন রেফারি।

এর আগে ব্রাজিলের সাও পাওলোতে আগের দুইবারের এই দুই ফাইনালিস্টের এবার দেখা হয় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। ১৩ ও ২২ মিনিটে আগুইরো ও ডিবালার গোলে ২-০ তে এগিয়ে যায় আর্জেন্টিনা।

সেমিফাইনালে আর্জেন্টিনা ও চিলি দু’দলই হেরে যাওয়ায় টুর্নামেন্টের তৃতীয় সেরা দল হওয়ার লড়াই শুরু হয় বাংলাদেশ সময় (শনিবার) রাত ১ টায়।

দীর্ঘ ২২ বছর ধরে কোপার শিরোপা জিততে না পারা আর্জেন্টিনা এবার সেমিফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হারে। যে কারণে জাতীয় দলের জার্সি গায়ে আরেকটি ব্যর্থ মিশন পার হতে যাচ্ছে মেসির। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি জিতে একটা সান্ত্বনা নিয়ে বাড়ি ফিরতে চেয়েছিলেন। জুটলো লাল কার্ড।

সর্বশেষ সংবাদ