নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন,কোন মুক্তিযোদ্ধা অবহেলিত থাকবে না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের অগ্রাধিকার দিয়েছে। তিনি মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করছেন। অস্বচ্ছল গৃহহীন মুক্তিযোদ্ধাদের গৃহ নির্মান করে দিচ্ছে। তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে ।
মঙ্গলবার (২৬ মার্চ ) রূপগঞ্জ উপজেলা কড়ইতলায় ৪৯ তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন ।
তিনি বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলো সেই স্বপ্ন বঙ্গবন্ধুর কন্যা বাস্তবায়ন করছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। গণতন্ত্র পুন: প্রতিষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আল আমিন দুলালসহ রূপগঞ্জ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ।
এছাড়া গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক শহীদ মুক্তিযোদ্ধা পরিবার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে নগদ অর্থ , ক্রেষ্ট, বস্ত্র বিতরণ করেছেন।