আজ শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কোন নির্দলীয় সরকার হবেনা শেখ হাসিনার অধিনেই নির্বাচন:গণপূর্ত মন্ত্রী

কোন নির্দলীয় সরকার হবেনা

কোন নির্দলীয় সরকার হবেনা শেখ হাসিনার অধিনেই নির্বাচন:গণপূর্ত মন্ত্রীকোন নির্দলীয় সরকার হবেনা

ইমরান সোহেল, চট্টগ্রাম ব্যূরো:
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি বলেছেন, বিগত ৯ বছরে বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বহু উন্নয়ন হয়েছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা যা দিয়েছেন অন্যরা ৩০ বছরেও তা দিতে পারেনি। তাই আওয়ামী লীগকে আবার ক্ষমতায় দেখতে চায় জনগণ। তিনি বলেন, ম্যাডাম জিয়া গত ১০ম জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য মানুষ পুড়িয়েছে। হত্যার পথেই তিনি হেঁটেছেন। তার ডাকে এখন মানুষ পথে নামে না, হরতাল হয়না।

সংসদ ভেঙ্গে দেয়ার যুক্তি অবাস্তব। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, উন্নত গণতান্ত্রিক দেশের মতোই আগামী নির্বাচন হবে। বিশ্ব নেতবৃন্দ শেখ হাসিনার প্রশংসা করছে। নির্দলীয় নিরপেক্ষ সরকার হবেনা শেখ হাসিনার অধিনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্টু হবে সেই নিশ্চয়তা আমরা দেব।

এই নির্বাচন কমিশনারের অধীনে কুমিল্লা ও রংপুরে প্রশ্নাতীত সুষ্টু নির্বাচন হয়েছে। সেখানে আমরা পরাজিত হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি বিকেল ৩টায় চট্টগ্রাম নগরির মুসলিম ইনষ্টিটিউট হল-এ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। তিনি আরো বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সব আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে হবে। বিনয়ের সহিত ভোট চাইতে হবে। মানুষদের কাছে ভোট ভিক্ষা চাইতে হবে, সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেন, বিগত ৯ বছরে শেখ হাসিনার অর্জন অনেক। তার এই অর্জন সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। মেধা-প্রজ্ঞায় তিনি এক অনন্য নেতা যিনি বিশ্বকে নেতৃত্ব দিতে পারে।

বঙ্গবন্ধু ও নেত্রীর প্রশ্নে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। ১৯ বার হত্যা চেষ্টার পরও আল্লাহর রহমতে শেখ হাসিনা বেঁচে আছেন। তিনি বলেন খালেদা জিয়া আন্দোলনের ডাক দিয়েছিল কিন্তু ৯ বছরে ৯ বারও দেশে আন্দোলন হয়নি। বিএনপি ক্ষমতায় থাকতে এই দেশ লুটে পুটে খেয়েছে। হাওয়া ভবন সৃষ্টি করে যারা হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তাদের জনগণ প্রত্যাখান করেছে তাই দেশের মানুষ তাদেরকে আর ক্ষমতায় চায় না। তিনি আরো বলেন, শেখ হাসিনা ভাল থাকলে বাংলাদেশ ভাল থাকবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে বাংলাদেশ এগিয়ে যায়।

তাই পর পর তিনবারের প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। যাকে মনোনয়ন দেয়া হোক তাকে জিতিয়ে আনা আমাদের দায়িত্ব। শেখ হাসিনা অত্যন্ত যোগ্য ও দক্ষ সরকার প্রধান সুতরাং শেখ হাসিনায় আস্থা রাখুন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেন, দক্ষিণ চট্টগ্রামে ৮ তারিখ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ দেয়া হবে না। খালেদা জিয়া তার সাথী সঙ্গী জামাতকে নিয়ে দেশ ধ্বংস করতে চায়। শেখ হাসিনা হচ্ছে উন্নয়নের মডেল , শেখ হাসিনার সময়ে একজন লোকও না খেয়ে মরেনি। আমরা আমাদের প্রয়াত নেতাদের পদাক্ষ অনুসরণ করে দলের প্রতি দায়িত্ব পালন করবো।

বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি: আবদুস সবুর, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া। বক্তব্য রাখেন, নজরুল ইসলাম চৌধুরী এম.পি, মোস্তাফিজুর রহমান এম.পি, ওয়াসিকা আয়েশা খান এম.পি, জাতীয় কমিটির সদস্য এড: জসীম উদ্দিন আহমদ খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, সহ-সভাপতি চেয়ারম্যান মো: হাবিবুর রহমান, সহ-সভাপতি এড: এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি এম এ সাঈদ, যুগ্ম

সাধারণ সম্পাদক শাহাজাদা মহিউদ্দিন, আইন সম্পাদক এড: মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এড: জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, সাংগঠনিক সম্পাদক মোছলেহ উদ্দিন মনসুর, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আলহাজ্ব আবু জাফর, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, তথ্য সম্পাদক আবদুল কাদের সুজন, কোষাধ্যক্ষ মুজিবুর রহমান সিআইপি, ত্রাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, ধর্ম সম্পাদক আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, সাতকানিয়া আওয়ামী লীগ সভাপতি আবদুল মোতালেব সিআইপি, পটিয়া আওয়ামী লীগ সভাপতি আ ক ম সামশুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য দেবব্রত দাশ, সাবেক চেয়ারম্যান নাছির আহমদ, মো: মুছা, মোস্তাক আহমদ আঙ্গুর, ছিদ্দিক আহমদ বি.কম, মাহবুবুর রহমান সিবলী, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, শাহিদা আক্তার জাহান, বোয়ালখালী আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম জাহাঙ্গীর, লোহাগাড়া আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু

, আনোয়ারা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আবদুল মান্নান, সাধারণ সম্পাদক এম এ মালেক, জেলা উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়–য়া, সাতকানিয়া সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, বাঁশখালী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, কর্নফুলী আওয়ামী লীগ সভাপতি সৈয়দ জামাল আহমদ, সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, চন্দনাইশ পৌর মেয়র মাহবুবুর রহমান খোকা, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি চেমন আরা তৈয়ব, সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, দক্ষিণ জেলা শ্রমিক লীগ সভাপতি আবদুল হাকিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক জহুরুল ইসলাম জহুর, কেন্দ্রীয় যুবলীগ সদস্য জাহেদুর রহমান সোহেল, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আতাউল করিম আতিক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মো: আবু তাহের, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম চৌধুরী জহির, রাশেদুল আরেফিন জিসান প্রমুখ।