আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বেনা‌পোল বন্দরে কো‌টি টাকার পন্য পু‌ড়ে ছা‌ই

কো‌টি টাকার পন্য পু‌ড়ে ছা‌ই

কো‌টি টাকার পন্য পু‌ড়ে ছা‌ই

বেনা‌পোল প্র‌তি‌নি‌ধি :বেনাপোল স্থল বন্দ‌রের ভারতীয় ট্রাক টার্মিনা‌লে আগুন লে‌গে আনুমানিক কয়েক’শ কোটি টাকার আমা‌নিকৃত পন্য পু‌ড়ে ছাই হয়েছে।

রোববার ভোর প্রায় ৪টার দিকে আমদা‌নিকৃত পণ্যের গা‌ড়ি‌তে আগুন লা‌গে। এসময় গা‌ড়ি‌তে থাকা তুলা, সুতা, পেপার, এবং কম্পি‌লিট মোটর সাই‌কে‌লের ক‌য়েক‌টি গা‌ড়ির কার্টন পু‌ড়ে ভ‌স্মিভুত হয়।

আগুন নিয়ন্ত্র‌নে আনার জন্য বেনা‌পোল ও ঝিকরগাছার দু‌টি ফায়ার সা‌র্ভিস কাজ ক‌রে। ফায়ার সা‌র্ভিস, বেনা‌পোল পোর্ট থানা পু‌লিশ ও স্থানীয় লো‌কের সহ‌যো‌গিতায় আগুন ভোর সা‌ড়ে ৫টার সময় নিয়ন্ত্র‌নে আ‌সে।

এসময় বেনা‌পোল বন্দর প‌রিচালক আ‌মিনুল ইসলাম, ডি‌ডি রেজাউল ইসলাম, শার্শা থানা নির্বাহী অ‌ফিসার পুলক কুমার মন্ডল ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রেন। কিভা‌বে আগুন লাগার ঘটনা ঘ‌টে‌ছে এ ব্যাপা‌রে বন্দর প‌রিচালক মন্তব্য কর‌তে রাজি হন নি।

তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির  সঠিক তথ্য জানা যায়নি।

স্পন্সরেড আর্টিকেলঃ