ভারতের লোকসভা নির্বাচনে প্রার্থী হতে কেরালার ওয়ানাদে মনোনয়নপত্র জমা দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেন তিনি। এই আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিআইয়ের পিপি সুনীর ও বিজেপির তুষার ভেলাপ্পাল্লি।
মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বুধবার রাতে হেলিকপ্টারে কোঝিকোড়ে পৌঁছান রাহুল-প্রিয়াঙ্কা। তাদের শুভেচ্ছা জানাতে সেখানে উপস্থিত ছিলেন হাজার হাজার কংগ্রেসের কর্মী-সমর্থক। রাহুলের নির্বাচনী ক্যাম্পেইনের শুরুতে ব্যানার-ফেস্টুন নিয়ে অভিবাদন জানান তারা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাহুল-প্রিয়াঙ্কার সফরকে কেন্দ্র করে কোঝিকোড় ও ওয়ানাদে নিরাপত্তা জোরদার করা হয়।
মনোনয়নপত্র দাখিলের আগে নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রায় অংশ নেন রাহুল-প্রিয়াঙ্কা। এসময় রাহুলের পরনে ছিল সাদা পাঞ্জাবি-পায়জামা। আর প্রিয়াঙ্কা বেছে নিয়েছিলেন লাল পাড়ের গেরুয়া শাড়ি।
রাহুল কেরালা ডিস্ট্রিক্টের আসন থেকে লড়বেন বলে গত সপ্তাহে কংগ্রেস ঘোষণা দেয়।
ওয়ানাদে সংসদীয় আসনটি তিনটি অংশ নিয়ে গঠিত। এগুলো হচ্ছে ওয়ানাদে, মালাপ্পুরাম ও কোঝিকোড় জেলা। এই আসনে ত্রিমুখী নির্বাচনী লড়াই হবে।
২০১৪ সালে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে কেরালায় আটটি আসনে জিতেছিল কংগ্রেস। দু’টি আসনে জিতেছিল তাদের মিত্র ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। একটি আসনে জিতেছিল কেরালা কংগ্রেস এবং একটি আসন পেয়েছিল বিপ্লবী সমাজবাদী পার্টি। এবারের নির্বাচনে কংগ্রেস এই রাজ্যে তাদের অবস্থান আরও সুদৃঢ় করতে চায়।
কেরালা রাজ্যে আছে লোকসভার ২০টি আসন। আগামী ২৩ এপ্রিল থেকে তিন দফায় এখানে নির্বাচন হওয়ার কথা রয়েছে। ২৩ মে ভোট গণনার পরে নির্বাচনের ফল ঘোষণার কথা রয়েছে।