আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কেন “না” কথাটি জীবনের সবচেয়ে বড় বাঁধা!

কখনও লক্ষ্য করেছেন কি আমাদের জন্মের পর থেকেই আমরা “না” শব্দটির শিকার! এর কারন যখন আমরা শিশু ছিলাম আম্মু বলতো, “ওইখানে যেও না” , “ওইটা খেও না”, “ওইখানে খেলা করবে না”, “এটা খাবে না”, “ওইটা খাবে না” আসলে এই “না” গুলো তখন আমাদের প্রয়োজন ছিল তাই আম্মু “না” করতো। এখনো দেখুন আমরা বড় হচ্ছি, কিন্তু আম্মুর “না” আমাদের সঙ্গী হয়ে আছে। বাস্তবতা বলছে আম্মুর এই  “না” শব্দটি আমাদের জন্য অবশ্যই প্রয়োজন।

কিন্তু, কিছু “না” জীবনের সবচেয়ে বড় বাঁধা! এর কারন কী?

কারন হলো, আমরা যখন কোন ভাল কাজ করতে চাই বা আগ্রহী হই তখন কেউ “না” বলার জন্য প্রস্তুত হয়ে থাকে। “তুমি পারবে না” , “তোমায় দিয়ে এটা হবে না”, “তুমি এ+ পাবে না”, “কেন এতো কষ্ট কর, শুধু শুধু সময় নষ্ট, তুমি গোল্ডেন পাবে না”, “এই কাজে এতো চেষ্টা করে কি হবে, পারবে না ” আমাদের কাছের মানুষগুলো এমনভাবে আমাদের মঙ্গল কামনা করবে “না” বলে।কিন্তু তাদের “না” শব্দটি নিতে গেলে আপনি জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাঁধাগ্রস্থ হবেন।

আপনার জীবনের গুরূত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে নিজের সিদ্ধান্তকেও প্রাধান্য দিতে হবে।

লেখকঃ মোহাম্মদ শিপন মীর।
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সংবাদচর্চা।
সারাদেশের সব পত্রিকার লিংক এখানে All Bangla Newspaper

সর্বশেষ সংবাদ