আজ বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শনিবার ( ১৬ জানুয়ারি) ইভিএম পদ্ধতিতে। নির্বাচনের সকল ধরণের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। এবার ভোট হবে ৬ টি সাধারণ কাউন্সিলর এবং ৩টি সংরক্ষিত কাউন্সিলর পদে। মোট প্রার্থী রয়েছে ৩৬ জন। তার মধ্যে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ১০ জন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৬ জন। তারাব পৌরসভার মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪৩ টি , মোট ভোট কক্ষ ২৮২টি। প্রত্যেকটা কেন্দ্র গুরুত্বপূর্ণ । শুক্রবার ( ১৫ জানুয়ারি) প্রত্যেকটি কেন্দ্রে সকল নির্বাচনী সরঞ্জাম পৌছে দিয়েছে । সকালে রূপগঞ্জ থানায় পুলিশ ব্রিফিং করেছেন। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান, পুলিশ সুপার জায়েদুল আলম সহ অনেকে ।

জানা গেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে ৯ জন। পুলিশ-আনসার বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং টিম থাকবে ভোটের মাঠে ।

সর্বশেষ সংবাদ