সংবাদচর্চা রিপোর্ট:
আওয়ামী লীগের ২১ তম জাতীয় কাউন্সিলের আগেই হচ্ছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি। কমিটিকে সামনে রেখে তোড়জোড় শুরু হয়েছে জেলা জুড়ে। অতীতে সম্মেলন করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি গড়িমসি করলেও এবার তা হবে না।
সম্মেলনের মাধ্যমেই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি গঠন করা হবে। আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন সিলেকশনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি গঠন করা হবে না। সম্মেলনের মাধ্যমেই কমিটি গঠন করা হবে। ত্যাগী এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরাই আওয়ামী লীগের কমিটিতে স্থান পাবেন। তরুণদের কে কমিটিতে প্রধান্য দেয়া হবে। প্রবীনরা বাদ পড়তে পারেন।
জানা গেছে এবারের আওয়ামী লীগের কাউন্সিল খুবই গুরুত্বপূর্ণ। তিনটি কারণে জাতীয় সম্মেলনের আগে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটিকে ঢেলে সাজানো হবে। কারণ তিন টি হলো ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন ও মুজিববর্ষ , ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলন। এবার যারা নারায়ণগঞ্জ জেলা উপজেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটিতে স্থান পাবেন তারা আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সকল কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেকে আগেই।
আওয়ামী লীগের সম্মেলন কে সামনে রেখে ইতোমধ্যে টিম গঠন করা হয়েছে। একটি সুত্রের মাধ্যমে জানা গেছে নারায়ণগঞ্জের দায়িত্বে রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগে দায়িত্ব প্রাপ্ত) ব্যারিস্টার নওফেল।
তৃণমূল সম্মেলন কে সফল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী সংসদের যৌথ সভায় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চূড়ান্ত নির্দেশনা দিয়েছেন।
প্রসঙ্গত ২০১৬ সালের ৯ অক্টোবর আব্দুল হাই কে সভাপতি ও ভিপি বাদল কে সাধারণ সম্পাদক নাসিক মেয়র আইভী কে সিনিয়র সহ সভাপতি করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কমিটি গঠন করা হয় । এর পরের বছর ২০১৭ সালের ২৬ নভেম্বর ৭৪ সদস্যের জেলা কমিটি অনুমোদন দেয়া হয়। ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর আনোয়ার হোসেন কে সভাপতি ও খোকন সাহা কে সাধারণ সম্পাদক করে মহানগর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।