নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলকে মুক্তির দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। মহানগর স্বেচ্ছাসেবকদলের নেতা সাখাওয়াত ইসলাম রানার নেতৃত্বে মিছিলটি কালিরবাজার মোড় থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমলাপাড়া হোসিয়ারি মিলনয়াতনের সামনে এসে শেষ হয়।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবদল নেতা টিপু খান, সাখাওয়াত ইসলাম, বাহার খান, জুয়েল, রাহাদ, নাহিদ হোসেন, মুরাদ, মিয়া জুয়েল, ছাত্রদল নেতা দীপ্ত খান, রোজেল,কাজল, পাভেল, বাপ্পী, আকাশ প্রমূখ।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রানা বলেন, অবিলম্বে জুয়েল ভাইয়ের মুক্তি দিতে হবে। সেই সাথে তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে। তা না হলে স্বেচ্ছাসেবকদল আরো কঠোর কর্মসূচী দিবে বাধ্য হবে।
প্রসঙ্গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ঢাকার রাজারবাগের বাসা থেকে কয়েকজন কর্মীসহ বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।