আজ বৃহস্পতিবার, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মামুন -কামালের বৈঠক

সংবাদচর্চা রিপোর্ট:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বিএনপির জোনাল কমিটির যৌথ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) ঢাকা নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক হয়। বৈঠকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ.টি.এম কামাল যোগদান করে। বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ একাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। বৈঠকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষে কাজ করার জন্য ঐক্যবদ্ধ হয়। তাছাড়া নারায়ণগঞ্জের কোল ঘেষা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোতে নারায়ণগঞ্জ বিএনপির নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ