আজ সোমবার, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কেন্দ্রীয় কারাগারে হাজী সেলিম

সংবাদচর্চা রিপোর্ট: জেলহত্যা দিবস উপলক্ষে ঢাকা পুরাতন কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার স্মরনে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । ৩ নভেম্বর সকালে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ঢাকা- ৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম, আওয়ামী লীগ নেতা ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা, কিশোরগঞ্জ-১ আসনে সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে দোয়া পরে বিশেষ মোনাজাত করা হয়। প্রসঙ্গত ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, অর্থ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী এবং স্বরাষ্ট্র, বেসামরিক সরবরাহ, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী এএইচএম কামারুজ্জামানকে হত্যা করা হয় । তারা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর।

স্পন্সরেড আর্টিকেলঃ