আজ মঙ্গলবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে দিনব্যপী কৃষকদের মাঝে প্রশিক্ষন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে খামার পর্যায়ে পানি ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প আওতায় দিনব্যপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আব্বাস উদ্দিন, অতিরিক্ত উপ-পরিচালক মুরাদুল হাসান, উপজেলা কৃষি অফিসার তাজুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার ফাতে হা নুর, কৃষি প্রকৌশলী সাজিয়া হাসান খান প্রমুখ। এসময় উপজেলার ৬০ জন কৃষককে পানি ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদনের বিষয় প্রশিক্ষণ দেয়া হয়।

স্পন্সরেড আর্টিকেলঃ