আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমুদিনীর সংরক্ষিত জায়গায় ওরা কিভাবে যায়

সংবাদচর্চা রিপোর্ট
জন সাধারণের প্রবেশ নিষেধ থাকা সত্বেও শহরের ৫ নং ঘাট শীতলক্ষ্যা নদীর পাড় এলাকায় কুমুদিনী ট্রাস্টের জায়গায় কলেজ শিক্ষার্থীরা নিয়মিত আড্ডা দেয়। শনিবার এখানেই নোঙর করা এমভি সজল তন্ময়-২ জাহাজের প্রথম অংশের স্টোর রুমের পানির ট্যাঙ্কি থেকে উদ্ধার করা হয় অষ্টম শ্রেনির ছাত্র রিতুল ঘোষের লাশ। ২০১৩ সালের ৮ র্মাচ শুক্রবার সকালে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর লাশ উদ্ধার করা হয় কুমুদিনী ট্রাস্টের শীতলক্ষ্যা নদীর শাখা খালের তীরে।
গতকাল সকালে সরেজমিনে দেখা গেছে, ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে সংরক্ষিত কুমুদিনী ট্রাস্টের পূর্ব পাশে শীতলক্ষ্যা নদীর তীরে প্রতিদিন স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থী আড্ডায় মেতে উঠছেন। এলাকাটি নির্জন হওয়ায় গাছের নিচে কলেজের পোষাকধারী ছেলে-মেয়েদের আপত্তিকর অবস্থায় দেখা গেছে। এনসব দেখতেও অন্য পাশে আড্ডা দিচ্ছে কিশোররা। দক্ষিন পাশে একদল ছেলেরা মাদক সেবন করছে। কিছুক্ষন পর পর আসছে ৪ থেকে ৫ জন মেয়ে ও ৬ থেকে ৮ জন ছেলের একটি করে দল। এক কিশোরের কাছে কেন এখানে আসেন জানতে চাইলে সে জানায়, নিরিবিলি এলাকা তাই আড্ডা দিতে ভাল লাগে। ছেলে মেয়েরা সবাই তো আসে এখানে। নৌকা চালক শুক্কুর মিয়া বলেন, সকাল দশটা থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা এই খানে আসে। জায়গাটি ঝুঁকিপূর্ণ এটা সত্যি। নির্জন এলাকা হওয়ায় দূর্ঘটনা ঘটলেও আশে পাশে কেউ দেখছে না। এছাড়া অনেক কিছুই হয় এখানে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনর্চাজ ওসি কামরুল ইসলাম জানায়, ৫ নং ঘাট এলাকা নজরধারীতে আনা হবে। জন সাধারণকে ঝুঁকিপূণ স্থানে প্রবেশ করতে দেয়া হবে না। এছাড়া যারা বেআইনি কার্যকালাপ করবে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহন করবে।
অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) রেহেনা আকতার দৈনিক সংবাদচর্চাকে জানান, প্রায় সময় ৫ নং ঘাটে ভ্রামম্যান আদালত অভিযান করছে। প্রশাসন এই কার্যক্রম চলমান রেখেছে। স্কুল-কলেজের সাথেও আলেচনা হচ্ছে। সকলকে সচেতন হওয়া উচিত। তিনি বলেন, আমরা বিষটি গুরুত্ব সহকারে দেখবো।