আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে আর্জেন্টিনা সমর্থক পিতাপুত্রকে কুপিয়েছে ব্রাজিল সমর্থকরা

কুপিয়েছে ব্রাজিল সমর্থকরা

কুপিয়েছে ব্রাজিল সমর্থকরা

 

বন্দর প্রতিনিধি:
বন্দরে আর্জেন্টিনার সমর্থক পিতাপুত্রকে কুপিয়েছে ব্রাজিল সমর্থকরা। শনিবার রাতে বন্দরের মিনারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা হয়েছে।
এলাকাবাসী জানান, বন্দরের মিনারবাড়ি এলাকায় আর্জেন্টিনা সমর্থক ও ব্রাজিল সমর্থকদের মধ্যে পতাকা উড়ানো নিয়ে দ্বন্দ্ব হয়। এর জের ধরে শনিবার রাতে তারাবী নামাজের পর বন্দরের মিনারবাড়ি এলাকার কলিমউল্লাহর ছেলে সেলিম(৫০)ও সেলিমের ছেলে সজিবের উপর হামলা চালায়। হামলাকারীরা চাপাতি দিয়ে পিতাপুত্র দু’জনকে কুপিয়ে আহত করে। আহতদের আশকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।