সন্ত্রাসীদের হামলা নিহত কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (৭,৮,৯ নং ওয়ার্ড) মহিলা মেম্বার বিউটি আক্তার কুট্টি হত্যার ঘটনায় গ্রেফতার ৩ আসামীকে ২ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিনের আদালতে পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে শুনানি শেষে আদালত প্রত্যেককে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আসামীরা হলেন চনপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে মো. রবিন (২৭), একই এলাকার ফজলুর রহমানের ছেলে খলিলুর রহমান (৪৩) ও হাসমত আলীর ছেলে মো.শমসের আলী (৪৪)।
রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই। তিনি বলেন, আওয়ামী লীগ নেত্রী কুট্টি হত্যা মামলায় গ্রেফতার ওই তিনজনের বিরুদ্ধে ১০ দিনের রিমন্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত প্রত্যেককে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
প্রসঙ্গত প্রসঙ্গত গত ২৬ জুন প্রতিদিনের ন্যায় বিউটি আক্তার কুট্টি চনপাড়া থেকে পশ্চিমগাঁও এলাকার দিকে হাটতে বের হয়। বুধবার ৬টার দিকে বিউটি আক্তার কুট্টি পশ্চিমগাঁও এলাকায় পৌছাঁলে একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে তাকে এলোপাথারিভাবে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থল থেকে পুলিশ ২টি ধারালো চাপাতি উদ্ধার করে।