আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কুট্টি হত্যার আসামী আনোয়ার গ্রেফতার

সংবাদচর্চা রিপোর্ট: চনপাড়ায় সন্ত্রাসীদের হামলা নিহত কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (৭,৮,৯ নং ওয়ার্ড) মহিলা মেম্বার বিউটি আক্তার কুট্টি হত্যার আসামি আনোয়ার ওরফে ফেন্সি আনোয়ারকে (৩৭)  গ্রেফতার করা হয়েছে । বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে মুন্সীগঞ্জের সদর থানাধীন মালুপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  রূপগঞ্জের চনপাড়া বস্তির ৯নং ওয়ার্ডের মৃত বাদশা ডাকাতের ছেলে ফেন্সি আনোয়ার।

প্রসঙ্গত গত বুধবার (২৬ জুন) প্রতিদিনের ন্যায় বিউটি আক্তার কুট্টি চনপাড়া থেকে পশ্চিমগাঁও এলাকার দিকে হাটতে বের হয়। বুধবার ৬টার দিকে বিউটি আক্তার কুট্টি পশ্চিমগাঁও এলাকায় পৌছাঁলে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালিয়ে তাকে এলোপাথারিভাবে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থল থেকে পুলিশ ২টি ধারালো চাপাতি উদ্ধার করেছে।এ ঘটনায় গত ২৬ জুন ১টি হত্যা মামলা করেছে নিহতের পরিবার।