আজ বৃহস্পতিবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুট্টি হত্যার আসামি খলিল গ্রেফতার

সন্ত্রাসীদের হামলা নিহত কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (৭,৮,৯ নং ওয়ার্ড) মহিলা মেম্বার বিউটি আক্তার কুট্টি হত্যার পলাতক আসামী খলিল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত খলিল মিয়া চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ফজলুল হকের ছেলে।

প্রসঙ্গত প্রসঙ্গত গত ২৬ জুন  প্রতিদিনের ন্যায় বিউটি আক্তার কুট্টি চনপাড়া থেকে পশ্চিমগাঁও এলাকার দিকে হাটতে বের হয়। বুধবার ৬টার দিকে বিউটি আক্তার কুট্টি পশ্চিমগাঁও এলাকায় পৌছাঁলে একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে তাকে এলোপাথারিভাবে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থল থেকে পুলিশ ২টি ধারালো চাপাতি উদ্ধার করে। এ  মামলার ৫ নম্বর আসামী খলিল মিয়া।