সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জানিয়েছেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ( ৭,৮,৯ নং ওয়ার্ড) মহিলা মেম্বর ও আওয়ামী লীগ নেত্রী বিউটি আক্তার কুট্টির হত্যাকারীদের সনাক্ত ও গ্রেফতারের লক্ষে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। ইতো মধ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও ডিবির একাধিক টিম ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে । ঐ এলাকার সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।
প্রসঙ্গত প্রতিদিনের ন্যায় বিউটি আক্তার কুট্টি চনপাড়া থেকে পশ্চিমগাঁও এলাকার দিকে হাটতে বের হয়। বুধবার ভোর ৬টার দিকে বিউটি আক্তার কুট্টি পশ্চিমগাঁও এলাকায় পৌছাঁলে একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে তাকে এলোপাথারিভাবে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা কুট্টির লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পুলিশ ২ টি ধারালো চাপাতি উদ্ধার করেছে।