আজ শনিবার, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোর গ্যাং লীডার হৃদয় গ্রেফতার

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় র‌্যাবের ক্রসফায়ারে নিহত কিশোর গ্যাং লীডার তুহিনের সেকেন্ড-ইন-কমান্ড হৃদয় (১৭) কে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে গুলিসহ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন  ফতুল্লা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আসলাম হোসেন । তিনি জানান, আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। আজ তাকে কোটে চালান করে দেয়া হবে।

জানা গেছে  হৃদয় নগরীর বাংলাবাজার এলাকার শাকিল হত্যা মামলার অন্যতম আসামি। তার দেয়া তথ্য অনুযায়ী  পশ্চিম দেওভোগ বালুরমাঠ এলাকায় মাটির নিচে লুকিয়ে রাখা দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ।