নবকুমার:
বস্ত্র ও পাট মন্ত্রীর সহধর্মিণী তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, পৃথিবীতে ভাষার জন্য একমাত্র বাঙালিরা রক্ত দিয়েছে। সেই বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধি করতে হবে। অনেক কিন্ডার গার্টেন আছে যেখানে ইংরেজী কে প্রধান্য দেয়া হয়। সেখানে বাংলা ভাষা এবং আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস চর্চা বৃদ্ধি করতে হবে। যে জাতি তার জন্মের ইতিহাস জানে না সে জাতি কখনো উন্নতি লাভ করতে পারে নাই ।
মঙ্গলবার রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার হাজী মো: আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় ও জিনিয়াস একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাছিনা গাজী বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা খাতে বিপ্লব ঘটেছে। শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে । কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।
জিনিয়াস একাডেমির শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ছাত্রছাত্রীদের কে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিখাবেন। শিক্ষার নামে কোন বাণিজ্য করবেন না।
হাছিনা গাজী বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে হলে জনপ্রতিনিধিদের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসতে হবে। সন্তানদের খোঁজ খরব রাখতে হবে। কোন সন্ত্রাসীর স্থান রূপগঞ্জের মাটিতে হবে না।
এছাড়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জিনিয়াস একাডেমির প্রধান শিক্ষক ডা: হাফিজুর রহমান,ফারজনা ইয়াসমিন নিনি ,সোনিয়া পারভীন,নুসরাত আরমিন ডলি,লিজা আক্তার,খন্দকার তারেক,মেহেদি হাসান, আবু বক্কার সিদ্দিক, পাপিয়া সুলতানা, সালমা মিলি প্রমুখ।