আজ সোমবার, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কায়েতপাড়া স্বেচ্ছাসেবকলীগের নতুন কমিটি


সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার ( ৪ জানুয়ারি) রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহাবুবুর রহমান মেহের ও সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া এই কমিটি অনুমোদন দিয়েছেন।
কমিটির সদস্যরা হলেন সভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি প্রফেসর শামীম আলম, রবিন প্রধান, ফরিদ হোসেন ভুঁইয়া, শাহীন ভুঁইয়া, দিলবর রহমান, রাজীব আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল খন্দকার জয়, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মিয়া, রবিন মিয়া, মাসুদ পাঠান, জাহিদুল খন্দকার, সাংগঠনিক সম্পাদক রাশেল মিয়া, শফিকুল ইসলাম, আলী হোসেন, মেহেদী হাসান সৈকত , সোহেল মিয়া, দপ্তর সম্পাদক রাহাত আযম বাধন, প্রচার সম্পাদক প্লাবন, অর্থ সম্পাদক আক্তার হোসেন, ত্রান সম্পাদক অন্তর হোসেন, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম লিপু, আইন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ নাহিদ, ধর্ম সম্পাদক খোরশেদ আলম, কার্যকরী সদস্য নাইম হোসেন, রুবেল খন্দকার, বাবু মিয়া, সজিব, জুয়েল মিয়া, বুলবুল হোসেন। এদিকে গতকাল কমিটির নেতৃবৃন্দ রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। এসময় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।