আজ মঙ্গলবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কায়েতপাড়ায় পূজা মন্ডপ পরিদর্শনে বজলু মেম্বার

সংবাদচর্চা রিপোর্ট:

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। গতকাল রবিবার বিকালে মটর সাইকেলের বহর নিয়ে কায়েতপাড়ায় পূজা পরিদর্শনে যায় চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: বজলুর রহমান । পরে কায়েতপাড়া ইউনিয়নের নয়ামাটি পূজা মন্দিরে আওয়ামীলীগ নেতৃবৃন্দ মিলিত হয়। এসময় আওয়ামী লীগ নেতা শ্রী রবির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জায়েদ আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমান। বজলুর রহমান বলেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক আমাদের বলেছেন কেউ যেনো মন্ডপে বিশৃঙ্খলা করতে না পারে। সেই জন্য আমরা বিভিন্ন মন্দির পরিদর্শন করেছি। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দর সাথে শুভেচ্ছা বিনিময় করছি। তাদেরকে আমরা সহযোগিতা করে যাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচাসেবকলীগের সভাপতি মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ যুবলীগ ,ছাত্রলীগ ,মহিলা লীগ নেতৃবৃন্দ।