আজ বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কায়েতপাড়ায় আ.লীগের ব‌র্ধিত সভা

সংবাদচর্চা রিপোর্ট: রূপগ‌ঞ্জে কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচন‌কে সাম‌নে রে‌খে ব‌র্ধিত সভা ক‌রে‌ছে কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন আওয়ামী লীগ ও সহ‌যোগী অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মীরা। বৃহস্প‌তিবার (৪ ফেব্রুয়ারি) বি‌কে‌লে পূর্বগ্রাম এলাকায় কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন স্বেচ্ছা‌সেবকলী‌গের কার্যাল‌য়ে ইউ‌নিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠ‌নের উ‌দ্যো‌গে এ ব‌র্ধিত সভা অনু‌ষ্ঠিত হয়। কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলীর সভাপতিত্বে ব‌র্ধিত সভায় বক্তব্য রাখেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বজলুর রহমান,উপজেলা যুবমহিলা লীগের সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপ‌তি আশিক ইকবাল, সাধারণ সম্পাদক মোস্তফা আল হোসাইন রাসেল, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক নাজমুল খন্দকার জয়, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপ‌তি ওমর ফারুক ভুঁইয়া, সাধারণ সম্পাদক না‌দিম হোসেন অপু, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন মহিলালীগের সভাপতি নাজমা খান, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ডাঃ আনোয়ার হো‌সেন, সাধারণ সম্পাদক আবিদ হাসান চাঁনমিয়া, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন মহিলালী‌গের সভাপ‌তি জোসনা বেগম, সাধারন সম্পাদক আরজুদা বেগম, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন যুবমহিলা লী‌গের সভাপ‌তি শারমীন আক্তার, সাধারন সম্পাদক ম‌রিয়ম আক্তার ম‌লিসহ অনেকে।

সর্বশেষ সংবাদ