সংবাদচর্চা রিপোর্ট: কায়েতপাড়ায় ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক নাদিম হোসেন অপুর উপর ভুমিদস্যু ও সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জানুয়ারী) বিকালে পূর্বগ্রাম এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পূর্বগ্রাম বহুমুখি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে বড়ালু, পাড়াগাঁও, বাউলিয়াপাড়াসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় পূর্বগ্রাম বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। বিক্ষোভ মিছিলের আয়োজন করে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠন। এতে অগণিত লোক অংশ নেয়।
সভায় বক্তারা বলেন , কায়েতপাড়ার মাটিতে কোনো চাঁদাবাজ- ভূমিদস্যু , সন্ত্রাসীদের স্থান হবে না। যারা কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক নাদিম হোসেন অপুর উপর হামলা চালিয়ে তার মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়েছে তারা ভূমিদস্যু সন্ত্রাসী। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে। প্রশাসন ওই সন্ত্রাসীদের গ্রেফতার না করলে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ , মহিলা লীগ – যুব মহিলা লীগ নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না । রাজপথে নেমে কঠোর আন্দোলন গড়ে তুলবে ভূমিদস্যু সন্ত্রাসীদের বিরুদ্ধে। তাই প্রশাসনের কাছে অনুরোধ আপনারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনবেন। এটা কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দাবি। কায়েতপাড়ায় ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হামলা মামলা থেকে বাঁচতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরী হস্তক্ষেপ কামনা করেন তারা
এসময় উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলী, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বজলুর রহমান, রূপগঞ্জ উপজেলা যুবমহিলা লীগের সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা , কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোস্তফা আল হোসাইন রাসেল, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভুঁইয়া, সাধারন সম্পাদক নাদিম হোসেন অপু, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন মহিলালীগের সভাপতি নাজমা খান, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক চান মিয়া, কায়েতপাড়া ইউনিয়ন মহিলালীগের সভাপতি জোসনা বেগম, সাধারন সম্পাদক আরজুদা বেগম, কায়েতপাড়া ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি শারমীন আকতার, সাধারন সম্পাদক মরিয়ম আক্তার মলি, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু বকর, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন, সাধারন সম্পাদক স্বর্ণালী আক্তারসহ অনেকে।