আজ বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কায়েতপাড়ায় আ.লীগের আলোচনা সভা

সংবাদচর্চা রিপোর্ট: মহান বিজয় দিবস-(২০২০)উপলক্ষ রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়ায় আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার পূর্বগ্রাম বহুমুখি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলীর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা শ্রী রবি রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বজলুর রহমান, উপজেলা যুবমহিলা লীগের সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মহিউদ্দিন মিয়া, সাধারন সম্পাদক আলমগীর হোসেনসহ অনেকে।