সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকা থেকে আগুনে পোড়ানো একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ( ৩ মার্চ) সকালে লাশটি উদ্ধার করা হয় । লাশ উদ্ধারের বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির বলেন, লাশ শনাক্ত করা যায়নি। লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, হত্যার পর লাশ আগুন দিয়ে পুড়ায়ে ফেলছে । কেউ কেউ বলছে এটা নারীর লাশ ।