সংবাদচর্চা রিপোর্ট :
রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: জাহেদ আলীকে গ্রেফতার করেছে র্যাব-১ (সিপিসি-৩)। বুধবার রাজধানীর বনশ্রী থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব -১ এর কোম্পানী কমান্ডার সিপিসি-৩ (পূর্বাচল ক্যাম্প) মেজর আবির হোসেন জানান, গত ৫ আগস্ট রূপগঞ্জের চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের জনকল্যাণ স্কুলের সামনে স্থানীয় নব কিশোলয় স্কুলের ১০ম শ্রেণির ছাত্র রোমান মিয়া(১৭) হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইলফোন, একটি ঘড়ি ও নগদ ৩৯হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়।
উল্লেখ্য নিহত স্কুল ছাত্র রোমান মিয়ার খালা বাদী হয়ে ৪৫জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। এ মামলার আসামী সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক হাজতে রয়েছেন। গ্রেফতারকৃত জায়েদ আলীর বাড়ি কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রামে। তার পিতার নাম মৃত নোয়াব আলী।