# সরকারের কথা মতো কাজ করেছে সে : রাজীব
# রাজনীতিতে সে শিশুর ন্যায় : রুহুল আমিন
সংবাদচর্চা রিপোর্ট:
নানা নাটকীয়তার পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন পান অপরিচিত মুখ মুফতি মনির হোসাইন কাসেমী। যিনি ২০ দলীয় জোটের শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলামের নেতা। তার এই মনোনয়নকে ঘিরে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ বিএনপির নেতাকর্মীদের মাঝে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই নেতাদের মতে, অপরিচিত মুখ প্রার্থী হওয়ায় ভোট ব্যাংক খ্যাত এ আসনেও হার হয়েছে বিএনপির। তবে কাসেমী দাবি করছেন, তাকে দিয়ে লাভবান হয়েছে বিএনপি।
তবে কাসেমীর এই দাবির সাথে একমত নয় স্থানীয় বিএনপির নেতারা। তারা মনে করেন, এভাবে জোটের স্বার্থে মনোনয়ন দিলে দলে অসন্তোষ সৃষ্টি হয়। এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রুহুল আমিন শিকদার জানান, মনির হোসাইন কাসেমী রাজনীতিতে শিশুর ন্যায়। মনোনয়ন পেয়ে তিনি ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে। তাকে দিয়ে বিএনপি লাভবান হয় নাই। লাভবান হতো যদি সে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নিয়ে সমন্বয় করে নির্বাচনটি পরিচালনা করতেন। কিন্তু সে মনোনয়ন পাওয়ার পরও বিএনপি বা অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মীর খোঁজ নেয় নাই।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজীব বলেন, কাসেমীর মতো লোকদের কারনে দল ক্ষতিগ্রস্থ হয়েছে। উনি ভোট বেশি পায় নাই, সরকারের সঙ্গে আঁতাত করার কারনে তাকে বেশি ভোট দেওয়া হয়েছে। নির্বাচনের পূর্বে একটা মানুষের যেমন আচরণ থাকার কথা তা তার মধ্যে ছিলোই না। ভোটের আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সরকার যেভাবে বলেছে কাসেমী সেভাবেই নাটক করেছে বলে মন্তব্য করেন এ নেতা।
অপরদিকে মনির হোসেন কাসেমী মনে করেন, তার কারনে বিএনপি লাভবান হয়েছে। জেলার ৫টি আসনের মধ্যে তার আসন অর্থাৎ নারায়ণগঞ্জ ৪ এ ধানের শীষে সবচেয়ে বেশী ভোট পড়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ধানের শীষ প্রতীকের জনপ্রিয়তার জন্য যেমন ভোট পেয়েছি তেমনি আমারও জনপ্রিয়তা রয়েছে।