ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) স্থানীয় এক নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শনিবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় গুল মুহাম্মদ মীর নামে ওই বিজেপি নেতাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির
গুল মুহাম্মদ মীর অনন্তনাগ জেলা বিজেপির সহ-সভাপতি ছিলেন। তার নিরাপত্তা সম্প্রতি রাজ্য প্রশাসন প্রত্যাহার করে নেয় বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
পুলিশ জানায়, গুল মুহাম্মদের নওগাম ভেরিনাগের বাড়িতে গিয়ে তিন সন্ত্রাসী তার গাড়ির চাবি চায়। পরে গাড়ি নিয়ে চলে যাওয়ার আগে তারা গুল মুহাম্মদকে গুলি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানান, হত্যাকারীদের ধরতে ওই এলাকা ঘিরে অভিযান চালানো হচ্ছে।