আজ বুধবার, ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

কাশীপুরে জোড়া খুন গ্রেফতারের পর রিমান্ডে জুম্মন

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
ফতুল্লার কাশীপুরে ডাবল মার্ডারের ঘটনায় জড়িত বাবুরাইলের মাদক স্পটের নিয়ন্ত্রক জুম্মন আহম্মেদকে (৩০) ৩দিনের রিমা-ে নিয়েছে পুলিশ। গতকাল রোববার ডিবি পুলিশের ৭ দিনের রিমা-ের আবেদনের প্রেক্ষিতে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ আলী জুম্মনের ৩ দিনের রিমা-ের বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে জেলা গোয়েন্দা (ডিবি পুলিশ) বৃহস্পতিবার সকালে বাবুরাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে। জুম্মন শহরের ১নং বাবুরাইল মোবারক শাহ রোডের আব্দুল মজিদের পুত্র।

মামলার তদন্তকারী অফিসার ডিবির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, গ্রেফতারকৃত জুম্মন পলাতক জাহাঙ্গীর বেপারী ও তদন্তে পলাতক বিএনপি নেতা ও সাবেক কমিশনার এম এ মজিদের নেতৃত্বে কিলিং মিশনে উপস্থিত ছিল। গ্রেফতারকৃত জুম্মন বাবুরাইল এলাকার মাদক স্পটের নিয়ন্ত্রক ছিল।

নিহত পরিবারগুলোর পক্ষে মামলা না হওয়ায় ১৪ অক্টোবর দুপুরে ফতুল্লা মডেল থানার এস আই মোজাহারুল ইসলাম বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। ১২ অক্টোবর রাতে কাশীপুরের হোসাইনি নগর এলাকাতে একটি রিকশার গ্যারেজে সশস্ত্র হামলাকারীরা কুপিয়ে তুহিন হাওলাদার মিল্টন (৪০) ও পারভেজ আহমেদ (৩৫) নামে দুইজনকে হত্যা করা হয়।

মামলার আসামীরা হলো এক নং বাবুরাইলের শুক্কুর মিয়ার বাড়ির ভাড়াটিয়া জয়নাল আবেদীনের ছেলে জাহাঙ্গীর বেপারী (৪০), ১নং বাবুরাইল তারা মসজিদ এলাকার কাজল মিয়ার ছেলে বাপ্পী (২৮), রবিন (৩০), রকি (২৮), ভূইয়াপাড়া এলাকার মজনু মিয়ার ছেলে আমান (৩২), বাবুরাইল শেষমাথা এলাকার খোকা মিয়ার ছেলে শহিদ (৩০), বাবুরাইল তারা মসজিদ এলাকার আসলাম (৫০), বাবুরাইল ঋষিপাড়া এলাকার মৃত জাকিরের ছেলে মাহাবুব (৩০), বিএনপি নেতা হাসান আহমেদের ভাতিজা ভাগ্নে (৩০) ও চাচাতো ভাই শিপলু (৩৩), বাবুরাইল এলাকার মুক্তা (২৮), পাইকপাড়া জিমখানা ডিমের দোকান এলাকার শরীফ (৩৩), বাবুরাইলের রানা (২৮), বাবুরাইলের কিরণ (৩০), মানিক (৩০), বাবুরাইলের আবদুল মান্নানের ছেলে ফয়সাল (২৬), বন্দর এলাকার রাব্বি (৩০), ১নং বাবুরাইলের নিলু সরদারের ছেলে সোহাগ (৩২), বাবুরাইল শেষমাথা এলাকার রাকিব (২৭), বাবুরাইল ঋষিপাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে রাজন (৩০), বাবুরাইল এলাকার রিক্সা আবুল (৩৫), একই এলাকার ফরহাদ (৫২) সহ অজ্ঞাত আরো ১শ থেকে ১২৫ জন। মামলার আসামীরা সকলেই বিএনপি নেতা মজিদ ও হাসান বাহিনীর লোক হিসেবে পরিচিত

স্পন্সরেড আর্টিকেলঃ