আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কাশীপুরে গ্রেফতারকৃত জঙ্গির পিতার অস্ত্র নিয়ে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক:
গত বছরের নভেম্বর মাসে ফতুল্লার কাশীপুর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আবু বক্কর সাজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। এতে এলাকায় স্বস্তি ফিরে এলেও সাজনের বাবা শফিউল্লাহ শফিকে নিয়ে আতঙ্কে আছে তারা। সে বিভিন্ন সময়ে অস্ত্র প্রদর্শন করেছে। স্থানীয়দের অভিযোগ, অস্ত্রটি অবৈধ।

এলাকাবাসী জানান, বিগতদিনে বিভিন্ন সময়ে শফি তার অবৈধ অস্ত্র প্রদর্শন করলেও সেই অবৈধ অস্ত্র উদ্ধারে রহস্যজনক কারণে কোন প্রকার উদ্যোগ নিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। জানা গেছে, শফিউল্লাহ শফি ফতুল্লা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পরিচয়ে এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করে আসছে। তার বিরুদ্ধে ভূমি দস্যুতা, নারী কেলেংকারী, মাদক ব্যবসায়ীদের শেল্টার, অবৈধ এসিড ব্যবসাসহ নানা অভিযোগ রয়েছে। এদিকে, জঙ্গি সদস্য আবু বক্কর সাজন গ্রেফতার হয়ে কারাগারে থাকলেও এলাকাবাসীর মধ্যে এখনো নানা আতংক বিরাজ করছে। কেননা তার অনুসারিরা কাশীপুরে পরিচয় গোপন রেখে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্পন্সরেড আর্টিকেলঃ