মারামারির মামলায় জামিন পেয়েছেন কাশীপুর ২নং ওয়ার্ড যুবলীগ এর সভাপতি শাহীন আলম ও ব্যবসায়ী সৈয়দ মোঃ সেলিম। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তারা জামিনে বেরিয়ে আসেন।
জানা যায়, ফতুল্লা মডেল থানায় একটি মারামারির মামলায় শাহীন আলম ও সৈয়দ মোঃ সেলিম এর নামে মামলা দায়ের করা হয়। যার নং- ৪৪ (৬) ১৯। ঐ মামলায় তারা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। মামলায় নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালতে জেলা ডিবি পুলিশ রিমান্ড চাইলে আদালত তা নামঞ্জুর করে জামিন প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ইকবাল শেখ, কাশীপুর ইউনিয়ন যুবলীগ সদস্য জহিরুল ইসলাম দেওয়ান, কাশীপুর ইউপি ২নং ওয়ার্ড যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম দেওয়ান, রুহুল আমীন, সিরাজ, খোকন, বাতেন, জহির আলম, মিল্টন, কবীর প্রমুখ।
এসময় নেতাকর্মীরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়।