আজ সোমবার, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
Important Notice: Dear Munna Khan, kindly settle Invoice #CIT-246357 ASAP. For any inquiries, feel free to contact us. Thank you! www.contriverit.com

কাল বীর প্রতীক গাজী সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত “গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক” সেতুটি রবিবার ২২ নভেম্বর সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন তিনি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করবেন।
জানা গেছে সেতুর দৈর্ঘ্য ৫৭৬ মিটার। সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৭৪ কোটি ৯ লক্ষ ৯৫ হাজার টাকা। এই উন্নয়ন প্রকল্প মূলত শুরু হয়েছে ছিলো গোলাম দস্তগীর গাজীর প্রচেষ্টায় । এ কারণে এই সেতুটির নামকরণ হয়েছে তার নামে। উদ্বোধনের খবরে রূপগঞ্জে এখন আনন্দের জোয়ার বইছে।
সেতুটি চালু হলে স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি রাজধানীর সাথে ঢাকার পূর্বাঞ্চলীয় জেলার যাতায়াত সহজ হবে। পাশাপাশি মহাসড়কের যানজটও কমে আসবে। এছাড়া এ সেতুটি চালু হলে পূর্বাচল উপশহরসহ আশপাশের এলাকাগুলোর যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। শীতলক্ষ্যা নদী দিয়ে ফেরি পারাপারের দুর্ভোগ কমে যাবে। ব্যবসা বাণিজ্যে চাঙ্গা হয়ে উঠবে রূপগঞ্জ।